বাউফলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাউফলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

এম অহিদুজ্জামান ডিউক ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দিনব্যাপী সহস্রাধিক মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি চিকিৎস্যা সেবা দিয়েছে একটি সেচ্ছাসেবক সংগঠন। ১৬ আগস্ট শুক্রবার কালিশুরী এসএ ইনস্টিটিউসন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে সংগঠনটির কার্যক্রম। ফ্রি ক্যাম্পের পরিচালক নাসিরউদ্দিন জানান, উপজেলার কালিশুরী ইউপির ২১জন যুবক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে “জয়ের পথে অবিরাম চলা” প্রতিপাদ্যকে সামনে রেখে “স্বপ্নচূড়া সেচ্ছাসেবক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবছরও মেডিকেল ক্যাম্প করে ফ্রি চিকিৎস্যা সেবা দিয়েছেন। সংগঠনটির সভাপতি  মাসুম বিল্লাহ ও সম্পাদক তারিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ১০ বছরে পদার্পন করেছে সংগঠনটি। নিজেরদের ব্যক্তিগত উপার্জনের অংশ দিয়েই এবারেও সহাস্রাধীক অসহায় ও চিকিৎস্যা সেবা বঞ্চিত মানুষকে মেডিসিন, গাইনি, শিশু, দন্ত, চক্ষু ও হৃদরোগের চিকিৎস্যা দেয়া হয়েছে। দেওয়া হয়েছে, ফ্রি ঔষধ ও বিভিন্ন ধরনের পরীক্ষা। তবে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা; যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতো তবেই হয়তো শতভাগ চাহিদা পূরন করা সম্ভব হতো। পরিচালক নাসিরউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলো স্লোব বাংলাদেশ, লিমোনিয়া ইন্ড্রাস্ট্রিজ ও সিলমী মেডিকেল হল নামের কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান।